ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বগুড়া সদরের সাবগ্রাম হাটের সরকারি রাস্তা দখলের অভিযোগ

বগুড়া সদরের সাবগ্রাম হাটের সরকারি রাস্তা দখলের অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের ঐতিহ্যবাহী সাবগ্রাম হাটের দক্ষিণ পাশের সরকারি রাস্তা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। রাস্তা সংলগ্ন জায়গার মালিক মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই সরকারি রাস্তার মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে এবং টিনের চালা তুলে ওই রাস্তার একাংশ দখল করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সদর উপজেলা সহকারী কমিশার (ভূমি) বরাবর এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগ বলা হয়, সরকারি রাস্তার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে হাটের জায়গাও দখল করা হচ্ছে।

অভিযোগ দায়েরকারী সাবগ্রাম হাট ও বাজারের ইজারাদার আব্দুল কাইয়ুম সরকার বলেন, সাবগ্রামের সাইকেল ও মুরগি বিক্রি জায়গা দখল করায় হাটের টোল আদায়ের ব্যাঘাত ঘটছে। মাহমুদুল হাসানের নেতৃত্বে সাবগ্রাম হাটের দক্ষিণ পাশে সরকারি রাস্তার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে টিনের চালা ও বারান্দা দিয়ে জোরপূর্বক জায়গা দখল করা হয়েছে।

আরও পড়ুন

এমতবস্থায় হাট পরিচালনা করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। হাটের জায়গা যেভাবে চর্তুদিকে সংর্কীণ হচ্ছে তাতে, আগামী দিনের সরকারি রাজস্ব থেকে সরকার বঞ্চিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তিনি, সাবগ্রাম হাটের ম্যাপ অনুযায়ী হাটের চারদিকে সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য নির্বাহী অফিসার ও সদর এসি ল্যান্ডের প্রতি অনুরোধ জানান।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মাহমুদুল হাসান বলেন, তিনি সরকারি কোন রাস্তা দখল করেননি, যেখানে বাঁশের খুঁটি পুঁতেছেন তা তাদের সম্পত্তি। ইট বিছানো রাস্তার মধ্যে খুঁটি পোঁতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আবু সালেহ নয়নের নির্দেশেই তিনি ওই খুঁটি পুঁতেছেন দাবি করে তিনি আরও বলেন, তাদের মতামত উপেক্ষা করে বিগত আওয়ামী সরকারের লোকজন জোর করে তাদের জায়গায় রাস্তা নির্মাণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু