ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

পাবনার চাটমোহরে ৩ ফুট লম্বা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে ৩ ফুট লম্বা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পেয়েছে স্থানীয়রা। গতকাল শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তিটি  থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, নিমাইচড়া ইউনিয়নের মাঝ গ্রামের লোকমান হোসেন তার পুকুরে গতকাল শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাছ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত জাতীয় বস্তু বাঁধলে সেটি পানি থেকে উঠিয়ে দেখেন অনেক পুরোনো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি।

এ সময় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা পুকুর পাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজার্চনা শুরু করে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যে হতে পারে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষ্ণু মূর্তিটি জব্দ করে থানায় আনা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

কোচিংয়ে ক্লাস নিলেন হাসনাত আব্দুল্লাহ

ওভালে ১৬ উইকেটের দিন

খালি পায়ে ১২ কিমি হেঁটে এসেও বাঁচল না আমির