ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ ব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ ব্যবসায়ীর যাবজ্জীবন। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক (হেরোইন) মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি গ্রামের শাহাদত হোসেন, একই এলাকার ডাবলু হক ও আইআই এলাকার নিমাই সিং। আদালতের অতিরিক্ত পিপি শামছুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। এসময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করলে ২শ’গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু হককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এদিকে একই বছরের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করে ২১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নিমাই সিংকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা। এ সব ঘটনায় র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলআবিবকে ‘ভুতুড়ে শহর’ বানিয়ে দেওয়ার হুমকি

রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

সাবা-বাঁধনের দ্বন্দ্বকে ‘ড্রামাবাজি’ বললেন অরুণা বিশ্বাস

মেসির পর এবার তার দেহরক্ষী নিষিদ্ধ

বুবলীকে ‘ময়না’ নামে ডাকতে চান কোনাল

ভারতের নিরাপত্তা ইস্যুতে আমরা বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর