বগুড়ার ধুনটে সিলিন্ডার বিস্ফোরনে সিএনজি চালিত ৩টি অটোরিকশা পুড়ে ছাই

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় সিলিন্ডার বিস্ফোরনে গ্যারেজে রাখা সিএনজি চালিত ৩টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামে এ বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটী গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার সিএনজি চালিত ৩টি অটোরিকশা ছিল।
তিনি বাড়িতে একটি গ্যারেজ করে সেখানে অটোরিকশাগুলো রাখতেন। অন্যান্য দিনের মত বৃহস্পতিবার অটোরিকশা চালিয়ে রাত ১১টার দিকে বাড়ির গ্যারেজে অটোরিকশাগুলো রেখে ঘুমিয়ে পড়েন সিরাজুল ইসলাম। এ অবস্থায় মধ্যরাতে ঘুম ভেঙে গ্যারেজে আগুন দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করেন। কিন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুনধুনট ফায়ার সার্ভিসের দলনেতা হামিদুল ইসলাম বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯- থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই গ্যারেজের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গ্যারেজে রক্ষিত সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন