‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট’

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক স্তব্ধ গোটা দেশে। এদিকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখাই যেন দায় হয়ে পড়েছে! টাইমলাইনজুড়ে লাশ আর পোড়া স্কুলের বীভৎস সব ছবি ভিডিওতে ভরে ওঠেছে।
অতিউৎসাহী ইউটিউবার, টিকটকার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকের কনটেন্ট খোঁজার ব্যস্ততায় হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসাও ব্যাহত হচ্ছে, যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষও। এ বিষয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন চিত্রনায়ক ওমর সানীও।
গতকাল নিজের ফেসবুক আইডি থেকে এ অভিনেতা লেখেন, ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান আপনাকে আমাকে শুধু ডাকে।’
মন্তব্য করুন