বগুড়ার দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁ মহাসড়কের সওজে’র জায়গা আবারও অবৈধ দখল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : উচ্ছেদের কয়েকদিনের মধ্যেই বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদকৃত জায়গা এক শ্রেণির ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা আবারও দখলে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে।
বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড থেকে সিও অফিস বাসস্ট্যান্ড হয়ে তিশিগাড়ী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দু’ধারের জায়গা অবৈধ ভাবে দখল করে একটি মহল স্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচা বাজারসহ পাকা ইমারত তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে।
এই অবৈধ দখল উচ্ছেদে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহরুখ খানের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশের সহায়তায় গত ৯ জুলাই বুধবার ও ১৭ জুলাই বৃহস্পতিবার দু’দফা অভিযান চালিয়ে সড়কের দু’ধারে কাঁচা বাজারসহ সকল অবৈধ দোকানাপাট উচ্ছেদ করে।
আরও পড়ুনএর এক সপ্তাহ পার না হতেই এক শ্রেণির ব্যবসায়ী আবারও সড়কের দু’ধারে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে দখলের নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আজ বুধবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহরুখ খান জানান,বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা থানা বাসস্ট্যান্ড থেকে সিও অফিস বাসস্ট্যান্ড হয়ে তিশিগাড়ী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দু’ধারের জায়গা অবৈধ ভাবে দখলে নেওয়ার আর কোনো সুযোগ নেই।
সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সড়কটির দু’ধারে কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী ভ্যানে আবার কেউ রাস্তার ধারে বিভিন্ন কাঁচা মালের পসড়া সাজিয়ে দখলে নিয়ে বেচা কেনা করছে। এইসব দোকানদারদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়ে তাদের মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মাইকিং করে এসব অবৈধ দখলদারকে সতর্কও করা হয়েছে।
মন্তব্য করুন