ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

বাংলাদেশে খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেব না:নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেব না:নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্বৈরাচারী হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট আর বাংলার মাটিতে আসতে পারবে না। চাঁদপুরে আমার জন্ম এবং এখানকার মাটিতেই আমাকে মিশে যেতে হবে। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না।

তিনি বলেন, কেউ ষড়যন্ত্র করে আমাদেরকে বার বার হত্যা এবং খুন করতে আসে ততবার আমরা জেগে উঠে বলবো, বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেব না। চাঁদপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও বালুখেকোদের প্রশ্রয় দেওয়া হবে না।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে পথসভায় তিনি এসব বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদপুরের অনেক গ্রাম নদী গর্ভে বিলীন হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে বহু মানুষ তাদের বসতবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে ছিন্নমূল হয়ে বসবাস করছে। এসব মানুষের চোখের দিকে তাকিয়ে হলেও আল্লাহর ওয়াস্তে আপনারা চাঁদপুরকে রক্ষার জন্য ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকুন।

আরও পড়ুন

সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুবুল আলম, যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

চাঁদপুরের পথসভা শেষে নেতৃবৃন্দ দুুপর ২টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করেন। এরপর শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় আরও একটি পথসভায় বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে যা বলছে, বিএনপি-জামায়াত-এনসিপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি করা হয়নি : বাণিজ্য উপদেষ্টা

জামায়াত আমির ডা. শফিকুরের সফল বাইপাস সার্জারি

৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন : প্রেস সচিব

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি