শোক জানাবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকে মুহ্যমান পুরো বাংলাদেশে। বিমান বিধ্বস্তের ঘটনায় হৃদয় পুড়ছে সবার। যা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। গতকাল বাংলাদেশ ও নেপালের মধ্যকার অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে দুই দলের ফুটবলাররা এক মিনিট নিরাবতা পালন করেন। আজ শ্রদ্ধার সঙ্গে নিহতদের স্মরণ করবেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নিরাবতা পালন করা হবে। এছাড়া বিসিবি বেশ কিছু পদক্ষেপও নিয়েছে।
রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষ্েয শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্ম ব্যান্ড ধারণ করবেন। এছাড়া বিসিবির উদ্েযাগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ম্যাচ চলাকালীন কোনো গান বাজানো হবে না স্টেডিয়ামে। পুরো ম্যাচজুড়েই পরিবেশ রাখা হবে মর্যাদাপূর্ণ। এর আগে বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। বাংলাদেশের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।
টি-টোয়েন্টি দলের লিটন কুমার দাস লিখেছেন, ‘‘উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের জন্য অন্তর থেকে প্রার্থনা করছি। ভুক্তভোগীদের এবং তাদের পরিবারের প্রতি শান্তি, আরোগ্য এবং শক্তি কামনা করি।’’
আরও পড়ুনপেসার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।’’
শোক ছুঁয়ে গেছে পাকিস্তান ক্রিকেটারদেরও। পাকিস্তানের ওপেনার ফখর জামান এক্স-এ লিখেছেন, ‘‘ঢাকায় আজকের মর্মান্তিক ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। আমার সমবেদনা এবং প্রার্থনা থাকলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের প্রতি।’’ শাহীন শাহ আফ্রিদি লিখেছেন, ‘‘হৃদয়বিদারক ও মর্মান্তিক এক ঘটনা। ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করছি। অলৌকিক কোনো কিছুর প্রত্যাশা করছি, ভুক্তভোগী পরিবারগুলো যেন দৃঢ় থাকতে পারে সেই কামনা।’’
মন্তব্য করুন