ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নওগাঁর মান্দায় বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

নওগাঁর মান্দায় বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তি উদ্ধার। প্রতীকী ছবি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করেন।

আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎ ভাই নাসির উদ্দিন মোল্লাসহ তার লোকজন।

চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, গতকাল রোববার রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে তাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জানতে পারেন, তাকে মুখ, হাত-পা বেঁধে বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল।

আরও পড়ুন

তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানক্ষেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি তাদের জানা আছে। অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করতে বিল উত্থাপন

৬ দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত

শোক জানাবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা