নাটোরের লালপুরে পাট ক্ষেত থেকে নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশের পাট ক্ষেত থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকর্মী সোহাগ আলী ওরফে সুইটের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
আজ সোমবার (২১ জুলাই) দুপুুর ২টার দিকে নিহতের স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সুইট বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গত শনিবার রাত ১০টার দিকে সুইটের বাবার সাথে মুঠোফোনে তার কথা হয়। তখন সে উপজেলার গোপালপুর রেলওয়ে স্টেশনে ছিলেন। সেই রাতে বাড়ি না ফেরায় সুইটকে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন।
আরও পড়ুনআজ সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে তার একটি সেন্ডেল দেখতে পাওয়া যায়। পশের পাট ক্ষেতে সুইটের বাবা তার লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুইটের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন