ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বে আসছে বড় ধরনের পরিবর্তনের আভাস। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়মে বড় রকমের সংস্কার আনতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আইনপ্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং মেইল অনলাইন জানিয়েছে, আইএফএবি পেনাল্টির নিয়মে এমন একটি প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছে, যেখানে পেনাল্টি শটে বল যদি পোস্ট, ক্রসবারে লেগে কিংবা গোলকিপারের শরীরে প্রতিহত হয়ে ফিরে আসে, তাহলে আর সেই ফিরতি বলে গোল করার সুযোগ থাকবে না। অর্থাৎ, পেনাল্টি শটে বল সরাসরি গোল না হলে সেটি গোলকিক হিসেবে ঘোষণা করা হবে এবং খেলা পুনরায় শুরু হবে।

এই নতুন নিয়ম কার্যকর হলে, ২০২০ ইউরো সেমিফাইনালে ইংল্যান্ডের হ্যারি কেইনের করা গোলটি বৈধ হতো না। কারণ, সে ম্যাচে ডেনমার্কের বিপক্ষে কেইনের নেয়া পেনাল্টি শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল, কিন্তু ফিরতি বলে আবার শট নিয়ে গোল করেন কেইন। নতুন নিয়মানুযায়ী, সেখানে ফিরতি শট নেয়ার কোনো সুযোগ থাকবে না।

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে পেনাল্টি থেকে পাওয়া সুবিধা আরও ন্যায়সংগত হবে। কারণ, পেনাল্টি ঠেকানো গোলকিপার এবং তার দলকে ফের শটের মুখোমুখি হতে হওয়াটা অনেক সময় ‘দ্বিগুণ শাস্তি’র মতো মনে হয়। এছাড়া, পেনাল্টি নেয়ার সময় গোলরক্ষকের অন্তত একটি পা গোল লাইনের ওপর বা পিছনে রাখতে হয় এ নিয়মের মধ্যে থেকেও অনেক সময় গোলরক্ষকের জন্য পেনাল্টি ঠেকানো কঠিন হয়ে পড়ে।

 

আইএফএবি চাইছে, হকির মতো ফুটবলেও পেনাল্টি হোক একবারেই শেষ। অর্থাৎ, পেনাল্টি নেয়ার পর যদি গোল না হয়, তাহলে কোনো কর্নার, কোনো ফিরতি শটের সুযোগ থাকবে না, সরাসরি প্রতিপক্ষ দল গোলকিক দিয়ে খেলা শুরু করবে। আর যদি গোল হয়, তাহলে খেলা মাঝমাঠ থেকে পুনরায় শুরু হবে।

আরও পড়ুন

ফুটবলকে আরও আধুনিক করে তুলতে যেসব সংস্কারের কথা ভাবা হচ্ছে, পেনাল্টিতে এক কিকের নিয়ম তারই অংশ। এই প্রস্তাবিত নিয়মকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নিয়মটি অনুমোদন পেলে ২০২৬ বিশ্বকাপে তা কার্যকর হতে পারে।

এছাড়া, ভিএআর ব্যবস্থার আওতা বাড়ানোর চিন্তাও করছে আইএফএবি। ভবিষ্যতে কর্নার কিক কিংবা দ্বিতীয় হলুদ কার্ড দেয়ার মতো পরিস্থিতিতে ভিএআরের হস্তক্ষেপ থাকতে পারে। তবে, শুধুমাত্র রেফারির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ দেখা দিলেই এই প্রযুক্তির ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ চলাকালে এসব পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন আইএফএবির সিনিয়র কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা এসব পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো