ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

রংপুরের বদরগঞ্জে পেয়ারায় অনন্য সাফল্য কাউসারের

রংপুরের বদরগঞ্জে পেয়ারায় অনন্য সাফল্য কাউসারের

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে গোপিনাথপুর ইউনিয়নের হাসিনানগর এলাকা। এখানকার অনুর্বর বেলে মাটিতে মরিচ ছাড়া অন্য ফসল তেমন ফলেনা। এ অবস্থায় তাদের স্বপ্ন দেখাচ্ছেন যুবক কাউসার আহমেদ(২৫)।

জানা যায়, কয়েকবছর আগে তিনি এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ৬ বিঘা (১বিঘায় ৬০শতক) জমি লিজ নিয়ে বিভিন্ন জাতের পেয়ারার চাষ শুরু করেন। প্রথম বছরেই পেয়ারা চাষ করে পেয়েছেন সফলতা। তার ওই সাফল্যে আগ্রহী হন অন্যরাও।

পরে কয়েকজনকে পার্টনার হিসেবে নিয়ে পেয়ারার চাষ আরও সম্প্রসারণ করেন তিনি। কিন্তু পরের বছর ঠিকভাবে ফল বাজারজাত করতে না পারায় লোকসান গুণতে হয়। পার্টনাররা লোকসান মেনে নিতে না পারায় বাগানটি ছেড়ে দেন তিনি। এরপর ৯০ শতকের আরেকটি জমি লিজ নিয়ে গোল্ডেন-৮ জাতের পেয়ারা চাষ করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

সরেজমিনে পরিদর্শনকালে কথা হয় কাউসারের সাথে। তিনি জানান, তার জন্মস্থান রাজশাহীর চারঘাট উপজেলায়। বাবা আব্দুল মান্নানের চার সন্তানের মধ্যে তিনি সবার ছোট। তিনি ২০১৫ সালে এইচএসসি পাস করে আর পড়াশোনা করেননি।

আরও পড়ুন

বড় ভাই-বোনরা উচ্চ শিক্ষিত হয়েও চাকরির আশায় পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। তাই চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। একইসাথে এলাকার বাইরে কিছু করার চিন্তা থেকেই বিভিন্ন জেলা ঘুরে এখানে আসেন তিনি এবং জমি লিজ নিয়ে পেয়ারার চাষ শুরু করেন।

তিনি বলেন, অনেক জাতের পেয়ারা রয়েছে তবে গোল্ডেন- ৮ পেয়ারা পুরোপুরি ব্যতিক্রম। অনন্য স্বাদের এ পেয়ারা সারাবছরই গাছে ধরে। বাজারে অন্যান্য পেয়ারার চেয়ে এর চাহিদা ও দাম বেশি। তিনি আরও বলেন, বছরে দু’বার বাগান পরিচর্যায় খরচ হয় তিন লাখ টাকা। তবে পেয়ারা বিক্রি করে আয় হয় প্রায় ৮ লাখ টাকা। বর্তমান বাজারে অন্যান্য জাতের পেয়ারা ১২শ’ টাকা মণ হলেও গোল্ডেন-৮ জাতের পেয়ারা ১৬শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহেববুল ইসলাম বলেন, গেল্ডেন-৮ জাতের পেয়ারা হালকা শক্ত ও খেতে সুমিষ্ট হয়। তাই বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউসার কঠোর পরিশ্রমী ছেলে। সে শ্রমিক না নিয়ে একাই বাগানের পরিচর্যা করে। এছাড়া সে অনুর্বর বেলে মাটিতে লাখ লাখ টাকা আয় করে এলাকার চাষিদের কাছে এক অন্যরকম নজির স্থাপন করেছে- যা অনুকরণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো