ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

তৃণমূলের দুঃশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ : মোদি

ছবি : সংগৃহীত,তৃণমূলের দুঃশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দুঃশাসনের কারণে রাজ্যটি ভুগছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন এবং এর আগে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরে শুক্রবার একটি জনসভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কাছাকাছি এই জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাতে পারেন তিনি।

এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের এই প্রধানমন্ত্রী তার সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দুটি বার্তা পোস্ট করে জানিয়ে দেন, সভায় তিনি কী বিষয়ে কথা বলবেন।

এক পোস্টে মোদি লেখেন, “তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ। মানুষ বিজেপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, উন্নয়ন শুধু বিজেপিই এনে দিতে পারে। আগামীকাল দুর্গাপুরে বিজেপির এক জনসভায় অংশ নেব। সবাই যোগ দিন।”

আরও পড়ুন

অন্য একটি পোস্টে তিনি স্পষ্ট করেন, তার পশ্চিমবঙ্গ সফর শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক উদ্দেশ্যেও হচ্ছে। তিনি আজ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানিয়েছেন।

মোদি লেখেন, “১৮ জুলাই পশ্চিমবঙ্গের মানুষের মাঝে উপস্থিত হতে মুখিয়ে আছি। দুর্গাপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করব ও ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তেল ও গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক খাতের প্রকল্পগুলোর কাজ এতে অন্তর্ভুক্ত।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষক দম্পতির বাসায় চুরি

রংপুরের পীরগাছায় খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর ও বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে : মির্জা আব্বাস

সিরাজগঞ্জ চায়না বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ