উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট চালুর জন্য প্রস্তাবিত এয়ার সার্ভিস চুক্তি দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) তাসখন্দে উজবেকিস্তানের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরমজন অ্যালয়েভের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব শুকলা বণিকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে পর্যটন এবং ব্যবসায়িক সম্পর্ক নতুন মাত্রা পাবে। তিনি দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে ভিসা সহজীকরণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন এবং ব্যবসায়িক প্রতিনিধি দলের ভিসাবিহীন ভ্রমণ সুবিধা প্রদানের প্রস্তাব দেন।
এছাড়া এ বছরের মধ্যেই ফরেন অফিস কনসাল্টেশন এবং ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের বৈঠক আয়োজনের জন্য উজবেকিস্তানের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং বৈষম্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কেও উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
আরও পড়ুন
বাংলাদেশে উজবেকিস্তানের দূতাবাস স্থাপনের প্রস্তাব দিয়ে রাষ্ট্রদূত বলেন, এটি দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা তৈরি করবে এবং জনগণের মধ্যে বন্ধুত্ব ও যোগাযোগ আরও গভীর করবে।
জবাবে উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত এয়ার সার্ভিস চুক্তি দ্রুত চূড়ান্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। পাশাপাশি ব্যবসায়িক ভিসা সহজীকরণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি জানান, সুবিধাজনক সময়ে এ বছরই ঢাকা সফর করে ফরেন অফিস কনসাল্টেশনে অংশগ্রহণের আগ্রহ রয়েছে উজবেকিস্তানের।
বৈঠকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।