নিউজ ডেস্ক
            
            
             প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৪ দুপুর  
            
            সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তার
 
			
				
				    সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।
				
								
		
						
				
				
পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেয় হয়। এরপ তাকে থেকে আদালতে নেয়া হয়েছে।জানা গেছে, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল; এরপরেই ডিবি তাকে গ্রেপ্তার করল। রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর আজ আদালতে তোলা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1761838158.jpg)
_medium_1761836261.jpg)




