ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

ইসরায়েলে নেতানিয়াহু সরকার পতনের ডাক

ইসরায়েলে নেতানিয়াহু সরকার পতনের ডাক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পথে প্রধান বাধা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা ইয়াইর গোলান। 

শনিবার (১৩ জুলাই) তিনি নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেন, জীবন বাঁচাতে ও দেশ রক্ষায় এই সরকারকে সরাতে হবে। তিনি আরও বলেন, নিউ ইয়র্ক টাইমস-এর অনুসন্ধান প্রমাণ করেছে,  প্রধানমন্ত্রী নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির শুধুমাত্র রাজনৈতিক সুবিধা টিকিয়ে রাখতে বন্দি মুক্তি চুক্তি বানচাল করছেন। এক্সে দেয়া এক পোস্টে ডেমোক্র্যাটিক পার্টির নেতা গোলান বলেন,  চুক্তি ভেস্তে দিচ্ছেন নেতানিয়াহু ও তার উগ্র সহযোগীরা। বন্দি ও সেনাদের জীবন এদের কাছে তেমন মূল্যবান নয়, যতটা মূল্যবান তাদের পদ-পদবি। তিনি নেতানিয়াহু, স্মোত্রিচ ও বেন-গভিরকে ‘চরমপন্থী সংখ্যালঘু’ হিসেবে আখ্যায়িত করেছেন। গোলানের অভিযোগ, যারা একটি গোটা দেশকে ‘নরকে ঠেলে দিচ্ছে’ এবং বারবার শান্তি চুক্তি রুখে দিচ্ছে।

রাজনৈতিক উদ্দেশ্যেই বন্দি চুক্তি আটকে আছে : নিউ ইয়র্ক টাইমস

এমন এক সময় গোলানের এই মন্তব্য করলেন, যখন নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির সম্ভাবনা উপেক্ষা করে তার জোট সঙ্গীদের সঙ্গে আঁটসাঁটভাবে জোট বাঁচিয়ে রাখতে বেশি আগ্রহী ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশলগত সিদ্ধান্ত ছিল রাজনৈতিক, যাতে তিনি ও উগ্র ডানপন্থী মন্ত্রীরা তাদের ক্ষমতা ও জনসমর্থন ধরে রাখতে পারেন।

আরও পড়ুন

এদিকে ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (১৩ জুলাই) রাতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে, যুদ্ধ থামিয়ে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, বিক্ষোভকারীরা বন্দিদের ছাড়া কোনো বিজয় নয় এবং গাজায় ৫০টি পরিবার এখনো বন্দি এমন স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে রাজপথে নেমেছিলেন। বিক্ষোভের ফলে দেশের অভ্যন্তরে নেতানিয়াহু সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে।

এই বিক্ষোভ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে। তবে ইসরায়েলের এক রাজনৈতিক কর্মকর্তা চ্যানেল ১৩ কে জানিয়েছেন, আলোচনা ভেঙে পড়েনি। হামাসের একগুঁয়েমির মধ্যেও ইসরায়েলি প্রতিনিধিরা এখনো দোহায় আলোচনায় অংশ নিচ্ছেন। সূত্র : আনাদুলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ছবির অপেক্ষায় বুবলী

নিষিদ্ধ চায়না দুয়ারি জালের প্রভাবে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির মাছ

বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম

লিটন-শামীমের দৃঢ়তায় লড়াকু পুঁজি সংগ্রহ বাংলাদেশের

চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের গান লাবণ্য’র কন্ঠে

বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নববধূ অপহরণ, স্বামী পলাতক