ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

রেকর্ড গড়ে উইম্বলডনের নতুন রানি শিয়াটেক

রেকর্ড গড়ে উইম্বলডনের নতুন রানি শিয়াটেক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আমেরিকানদের স্বপ্ন বুকে নিয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে নামেন আমান্ডা আনিসিমোভা। প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলার রোমাঞ্চ ছিলও তার চোখেমুখে। কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রতিপক্ষ ইগো শিয়াটেক এমনভাবে চেপে বসলেন, যেন সেন্টার কোর্ট ছাড়তে পারলেই বেঁচে যান। এজন্য ৫৭ মিনিট অপেক্ষা করতে হয়েছে। দারুণ পারফরম্যান্স দেখিয়ে শিয়াটেক রেকর্ড স্কোরলাইনে ফাইনাল জিতে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন।

৬-০, ৬-০ গেমে জিতেছেন পোল্যান্ডের সাবেক নাম্বার ওয়ান শিয়াটেক। উন্মুক্ত যুগে উইম্বলডন ফাইনাল কখনও এমন স্কোরলাইনে শেষ হয়নি। চারটি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেনের সঙ্গে ষষ্ঠ গ্র্যান্ড স্লাম হিসেবে শিয়াটেকের নামের পাশে যুক্ত হলো উইম্বলডন। বিজয়ের তরতাজা অনুভূতি শিয়াটেক প্রকাশ করলেন এভাবে, ‘সবকিছু একেবারে অবাস্তব লাগছে। প্রথমে আমি আমান্ডাকে অভিনন্দন জানাতে চাই দারুণ দুটি সপ্তাহের জন্য। তুমি যা করেছো, তার জন্য গর্ব করা উচিত। আশা করি এখানে আরও ফাইনাল খেলবো আমরা।’

আরও পড়ুন

এভাবে সাফল্য ধরা দেবে, স্বপ্নেও ভাবেননি ২৪ বছর বয়সী পোলিশ তারকা, ‘এমনকি আমি স্বপ্নেও ভাবিনি, আমার জন্য এটা ছিল কল্পনাতীত। আগে স্লাম জিতে নিজেকে বেশ অভিজ্ঞ মনে হয়েছে কিন্তু এমন কিছু কখনও প্রত্যাশা করিনি। এই বছর আমি সত্যিই উপভোগ করেছি। মনে হচ্ছে এখানে ফর্মের উন্নতি হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব কার্যক্রম স্থগিত, অনিশ্চিত টুর্নামেন্ট

পাবনার চাটমোহরে পাট আবাদে ফিরেছে চাষিরা

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে চট্টগ্রামে মাসব্যাপি ’উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ 

ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও  সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত