ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ায় যুবলীগ নেতা আপেলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বগুড়ায় যুবলীগ নেতা আপেলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের গোকুল থেকে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগ নেতা শফিকুল ইসলাম আপেলকে (৪২) গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। আজ বুধবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে গোকুল মন্ডলপাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পতিত শেখ হাসিনার সরকারের আমলে যুবলীগ নেতা আপেলের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিলেন। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সে আত্মগোপনে ছিল। আজ বুধবার (৯ জুলাই) গোকুলে লোকজন তাকে পেয়ে আটক করে গণপিটুনি দেন। এরপর তাকে গোকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, আপেলের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা প্রচেষ্টা, হামলা ও ভাঙ্চুরের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় আজ বুধবার (৯ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, আপেল জেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ

মিটফোর্ড হত্যাকাণ্ডে উদ্বেগ মির্জা ফখরুলের