ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

গৌরীর সঙ্গে লিভ ইন সম্পর্কে আমির খান

গৌরীর সঙ্গে লিভ ইন সম্পর্কে আমির খান

বিনোদন ডেস্কঃ তৃতীয়বারের ভালোবাসায় শান্তি খুঁজে পেলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। নিজের ৬১তম জন্মদিনে নতুন জীবনের সঙ্গীকে প্রকাশ্যে আনলেন বলিউড তারকা আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে লিভ-ইনে রয়েছেন আমির। জানালেন, এই সম্পর্ক আইনি বিয়ের পরিসীমায় না পড়লেও, তাদের বন্ধন সম্পূর্ণরূপে ‘মনের বিয়ে’।

একান্ত সাক্ষাৎকারে আমির বলেন, গৌরী ও আমি এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মন থেকে আমি ওর সঙ্গেই বিবাহিত।

গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা, বয়স ৪৬ এবং এক সন্তানের মা। বর্তমানে তিনি মুম্বাইতে আমির খানের সঙ্গেই বসবাস করছেন। আমির জানান, আমি এমন একজনকে খুঁজছিলাম, যার পাশে মানসিক শান্তি পাব। গৌরীর সঙ্গে সেই শান্তি খুঁজে পেয়েছি।

অন্যদিকে গৌরীর মন্তব্য, আমি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম, যিনি দয়ালু, ভদ্র ও সহানুভূতিশীল। আমির সেই মানুষ।

আরও পড়ুন

২০২১ সালে আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ ঘটে। প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। কিরণের পর অভিনেত্রী ফাতিমা সানা শেখ-এর সঙ্গে নাম জড়ালেও তা টেকেনি। তবে গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে আমির প্রথম থেকেই খুব স্পষ্ট ও গঠনমূলক অবস্থান নিয়েছেন।

বর্তমানে তাদের মধ্যে কোনও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে না হলেও, ভবিষ্যতে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আমির। তিনি বলেন, আমরা দুজনেই চাই একসঙ্গে চলতে চলতে সিদ্ধান্ত নিই, কীভাবে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ঘটনার লম্বা মনির ও আলমগীর গ্রে ফ তা র | Daily Karatoa

ছেলের প’র’কী’য়া ঠেকাতে মা ফোন করে বিমানে বো মা: র‌্যাব | Daily Karatoa

'সুশীল সমাজ থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল?' | Inqilab Moncho | Daily Karatoa

সরকার কেন হত্যা নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা