ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

হ‌বিগ‌ঞ্জে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

হ‌বিগ‌ঞ্জে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আবুল কাশেম (২৮) নামের এক অটোরিকশার চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আবুল কাশেম বাহুবলের লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে কাশেম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারা রাত খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার সকালে মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

ওসি জাহিদুর রহমান জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এখনও অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এরই মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ওয়ান ইলেভেনে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছিল: তুষার

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা

আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত