ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ফরিদা পারভীনের অবস্থা নিয়ে যা জানালেন তার স্বামী

ফরিদা পারভীনের অবস্থা নিয়ে যা জানালেন তার স্বামী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক :  অসুস্থ একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন কিডনি, শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা শারীরিক জটিলতায় গুরুতর। এ অবস্থায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব।

 এ গায়িকার সর্বশেষ শারীরিক অবস্থা সংবাদমাধ্যমে জানিয়েছেন তার স্বামী যন্ত্র সংগীতশিল্পী গাজী আব্দুল হাকিম। স্ত্রীর অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনও বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। গাজী আব্দুল হাকিম আরও বলেন, দেখছি ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এমন মিথ্যা খবর আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।

গত ৫ জুলাই হঠাৎই কিডনি জটিলতায় শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ডায়ালাইসিস করাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে  (আইসিইউ) রেখে চিকিৎসা করা হলেও এখন কেবিনে চিকিৎসাধীন রয়েছেন ফরিদা পারভীন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শুধু পরিবারই নয়, গায়িকার শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরাও উদ্বেগ প্রকাশ করছেন।

আরও পড়ুন

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন। ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে