ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আসছে ‘লাকি ভাস্কর ২’, নিশ্চিত করলেন পরিচালক

আসছে ‘লাকি ভাস্কর ২’

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সুপারস্টার দুলকার সালমানের ব্লকবাস্টার সিনেমা ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল আসছে শীঘ্রই। সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন পরিচালক ভেঙ্কি আটলুরি নিজেই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, লাকি ভাস্কর ২’-এর কাজ শুরু হচ্ছে, যদিও এখনই শুটিং শুরুর কোনো সম্ভাবনা নেই।

বর্তমানে হায়দরাবাদে নিজের নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আটলুরি। সেখানেই নতুন ছবির গল্প প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল প্রসঙ্গ।

পরিচালক বলেন,‘হ্যাঁ, আমরা ‘লাকি ভাস্কার’-এর দ্বিতীয় অধ্যায়ের দিকে এগোচ্ছি। দর্শকরা প্রথম কিস্তিটিকে যেভাবে ভালোবেসেছেন তা দেখে মনে হয়েছে—এই গল্পকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তবে শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে এখনই কিছু বলছি না।’

দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনীত ‘লাকি ভাস্কর’ মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল প্রেক্ষাগৃহে। পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরও ছবিটি ব্যাপক জনপ্রিয়তা ধরে রাখে।

আরও পড়ুন

ইতোমধ্যে জানা গেছে, দ্বিতীয় কিস্তির গল্প প্রথম পর্বের ধারাবাহিকতায় তৈরি হচ্ছে। তবে এবার থাকছে নতুন চমক, নতুন মোড়। প্রথম ছবির কিছু অমীমাংসিত বিষয় এবার পরিস্কারভাবে উপস্থাপন করা হবে নতুন গল্পের মাধ্যমে।

‘লাকি ভাস্কর ২’-এ কে কে থাকছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, দুলকার সালমান এবারও প্রধান চরিত্রে অভিনয় করবেন।

উল্লেখ্য, ‘লাকি ভাস্কর’ ছবিটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো ব্যবসা করেছিল। একজন সাধারণ ব্যাংককর্মীর হঠাৎ ভাগ্যবদলের গল্পে নির্মিত এই থ্রিলার-ড্রামাটি দর্শকদের মধ্যে রোমাঞ্চ তৈরি করেছিল। সেই গল্পের সিক্যুয়েল নিয়ে আগ্রহ ইতিমধ্যে তৈরি হয়েছে দর্শকমহলে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘লাকি ভাস্কর ২’-এর বিস্তারিত ঘোষণা শীঘ্রই দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার