ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

অমিতাভ বচ্চনের শুভেচ্ছাবার্তার পর জয়া আহসানের প্রতিক্রিয়া

অমিতাভ বচ্চনের শুভেচ্ছাবার্তার পর জয়া আহসানের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক : সফল অভিনয়জীবন। গল্প, চরিত্র নির্বাচন থেকে শুরু করে অনিন্দ্য অভিনয়ের জন্য বরাবরই সাধারণ দর্শক ও চলচ্চিত্রবোদ্ধার প্রশংসা কুড়িয়ে আসছেন জয়া। এবারের ঘটনাটি শুধু এই অভিনেত্রী নন, অনেকের জন্যই ছিল চমকে দেওয়ার মতো। বলিউড শাহেনশাহখ্যাত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কাছ থেকে এলো জয়ার সিনেমার জন্য শুভেচ্ছাবার্তা। জয়ার পাশাপাশি ভারতের আনন্দবাজারসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আসছে ১৮ জুলাই মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমা ‘ডিয়ার মা’।

দীর্ঘ ১০ বছর পর আবার বাংলা সিনেমা নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। যে কারণে এই সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। জোরকদমে চলছে সিনেমার প্রচার। ‘ডিয়ার মা’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তাঁর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন চন্দন রায় স্যান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। যে সব বাঙালি পরিচালক বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমানভাবে সফল, তাদের মধ্যে অনিরুদ্ধ অন্যতম; যার সুবাদে মুক্তির আগে এই নির্মাতার নতুন সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের কাজ থেকে এলো শুভেচ্ছাবার্তা।

সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, প্রকাশ করা হয়েছে ‘ডিয়ার মা’ সিনমার ট্রেলার। সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে পুরো টিমের। এরই মধ্যে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় অনেকের নজর কাড়ে একটি পোস্ট। বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন নিজেই শেয়ার করেছেন ‘ডিয়ার মা’-এর ট্রেলার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে গিয়েছিল পরিচালক ও অভিনেত্রীর। বিশ্বাস করতে পারছিলেন না, সব ঠিক দেখছেন তো?

আরও পড়ুন

সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।’ সাতসকালে এমন শুভেচ্ছায় খানিক বাকরুদ্ধ পরিচালক। পুরো টিমের কাছেই এটি বড় প্রাপ্তি বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমি ভাষাহীন। এমন একজন মানুষ আমাদের সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করেছেন, আমি তো বলব এটি পরম পাওয়া। পাশাপাশি বাংলা সিনেমার জন্যও খুব বড় প্রাপ্তি। অমিতাভ বচ্চনের সিনেমা দেখে কত মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছেন। সবচেয়ে বড় কথা আমাদের বড় হয়ে ওঠা তাঁকে দেখে। তিনি তো মেগাস্টার। আজ সেই মানুষটা আমার কাজের জন্য আশীর্বাদ করছেন, এটি যে কত বড় আনন্দের বলে বোঝাতে পারব না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার