ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল

ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল, ছবি: সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে।

সামবার সকালে সিলেট পৌঁছে শাহজালাল (রহ:) এর মাজার জিযারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সাড়ে ৯টার দিকে সিলেটে এসে পৌঁছান। এসময় তাদেরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সিলেটের নেতৃবৃন্দ। 

আরও পড়ুন

বিমানবন্দর থেকে হজরত শাহজালাল (রা:) মাজার জিয়ারতে যান মহাসচিবসহ নেতৃবৃন্দ। এসময় মহাসচিব স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমূখ।

ফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১টি ব্যাংক ভাগ হবে ১২ গ্রুপে: গভর্নর

ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেফতার

নেত্রকোনার আ.লীগ নেতা প্রশান্ত কুমার গাজীপুরে গ্রেফতার

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল