ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ ও থানায় হামলা মামলায় আটক ৯ দল থেকে বহিষ্কার ৩

লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ ও থানায় হামলা মামলায় আটক ৯ দল থেকে বহিষ্কার ৩। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এবং আজ শনিবার (৫জুলাই) জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পাটগ্রাম থানার মামলায় গ্রেফতার হওয়া আসামিরা হলো- সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা, রাবিউল ইসলাম ও মাসুদ রানা। আর হাতীবান্ধা থানার মামলায় গ্রেফতার হওয়া আসামি হলো- হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূরনবী কাজল। এ নিয়ে দুই থানায় পুলিশের করা দুই মামলায় মোট ৯জনকে গ্রেফতার করল পুলিশ। দুই মামলার ৫৪ এজাহারভুক্ত আসামির মধ্যে বেশির ভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এদিকে আসামি ছিনিয়ে নেওয়া ও থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকায় গতকাল শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন রাব্বিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুবদল। তার মধ্যে বাদশা জাহাঙ্গীর পাটগ্রাম থানা-পুলিশের করা মামলার প্রধান আসামি। আর ২ নং আসামি মাহমুদ হোসেন রাব্বি।

আরও পড়ুন

লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন ও কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাদের বহিষ্কার করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদমুদুন-নবী বলেন, পুলিশের মামলায় ২৭ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ১ নম্বর খন্দকার নূরনবী কাজলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার