ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র তাজিম

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র তাজিম

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামে এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে। বিষয়টি নিয়ে তার পরিবারের লোকজন উদ্বিগ্ন।

আজ শনিবার (৫ জুলাই) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজিম (১৩) মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরের দন্ত চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে।

সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার পাশে পাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফেরেনি তাজিম।

আরও পড়ুন

এ স্কুলছাত্রের বাবা সৈয়দ সোলায়মান জানান, সন্ধ্যায় বাসার পাশেই প্রাইভেটের বকেয়া পাঁচ হাজার টাকা নিয়ে বের হয় তাজিম। পরে আর বাসায় ফেরেনি। প্রথমে তার খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে দেওয়া নম্বরে একাধিক ব্যক্তি কল করে তাজিমকে ফিরিয়ে দেওয়ার শর্তে টাকা চেয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাজিম বাসা থেকে বের হয়ে আর প্রাইভেট শিক্ষকের কাছে যায়নি। একজনের অটোরিকশা দিয়ে সিএনজি স্টেশনে গিয়ে তারপর নেত্রকোনা গিয়েছে। তারপর হয়ত পরিচিত কারও কাছে গিয়েছে। যে অটোরিকশা চালক তাজিমকে নেত্রকোনার সিএনজিতে তুলে দিয়েছিল, তাকে থানায় ডেকে আনা হয়েছিল। সেই চালকই এসব খবর জানিয়েছে। তাজিম ওই চালককে বলেছিল সে নেত্রকোনায় এক আত্মীয়র বাসায় যাচ্ছে। 

ওসি আরও বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তাজিমকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার