বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামের মৃত অজিবর আলী ফকিরের ছেলে সিদ্দিকুর রহমান (৪২) এবং একই এলাকার মৃত দিলবরের ছেলে মানিক (৩২)।
শাজাহানপুর থানার এস. আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের পালাহার গ্রামে শাহিন মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে এবং দেহ তল্লাশী করে ৩০ পিস ইয়াবা জব্দ করে।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন