ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

খোকসায় পূর্ব বিরোধের জেরে গুলি করার পর যুবককে কোপানো হয়

খোকসায় পূর্ব বিরোধের জেরে গুলি করার পর যুবককে কোপানো হয়

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে গুলি করা হয়। এতেই ক্ষান্ত হননি হামলাকারীরা। গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

গতকাল বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার পর উপজেলা সদরের পৌর এলাকার পাতেলডাঙ্গী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাসান (৩৮)। তিনি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামের লোকমান মণ্ডলের ছেলে। পেশায় একজন ঠিকাদার।

আহত যুবক হাসানের বাবা লোকমান হোসেন জানান, রাজন ও জনি তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তারাই হাসানকে প্রথম গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

তিনি আরও জানান, রাতে তার ছেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ছেলের মোটরসাইকেল গতিরোধ করে। এসময় তারা দুই রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন হাসান। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এসময় হাসানের চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

হাসানের বাবা লোকমান জানান, দুই সপ্তাহ আগে তার জমি থেকে এলাকার এক শীর্ষ সন্ত্রাসী জনির বাবা জাহিদকে জমি থেকে ঘাস কাটাতে বাধ দেন হাসান। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করে। এরপর থেকে জনি ও তার মদতদাতারা হাসানকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম অভিযোগের কথা স্বীকার করে বলেন, দুই পক্ষই তাদের অভিযোগ ফেরত নিয়েছিলেন।

তিনি আরও জানান, সন্ত্রাসী বাহিনী প্রধান রাজন ও তার দেহরক্ষী জনির বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের কাছে চাঁদা দাবি ও দোকান ঘর দখল করে নেওয়ার ঘটনায় থানায় মামলা আছে। এর আগে অন্য একটি সন্ত্রাসী ঘটনায় জনির বাবা জাহিদকে আটক করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ শহীদ আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ

আজ গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার