ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পরপারে সংগীতশিল্পী জিনাত রেহানা 

পরপারে সংগীতশিল্পী জিনাত রেহানা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, গুলশান আজাদ মসজিদে হবে প্রথম নামাজে জানাজা। পরে বিকেলে চ্যানেল আই প্রাঙ্গণে জীনাতের আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জীনাত রেহানা ১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত হন। তার কণ্ঠে গাওয়া ১৯৬৮ সালের গান ‘সাগরের তীর থেকে’ শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি। ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবেও সংগীতজগতে যাত্রা শুরু করেন তিনি। যদিও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে তাকে নিয়মিত গানে পাওয়া যায়নি, তবুও তার গাওয়া বেশ কিছু গান আজও সমানভাবে জনপ্রিয়।

আরও পড়ুন

জীনাত রেহানা গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২