ভালো কাজের খোঁজে ছুটছেন সাফা কবির

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় মুখ সাফা কবির বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন অভিনয় নিয়ে। টিভি নাটক ও ওয়েব কনটেন্টের নিয়মিত মুখ এই অভিনেত্রী অভিনয় দক্ষতা আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন।
সম্প্রতি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের কাজ, স্বপ্ন আর আবেগের জায়গাগুলো নিয়ে খোলামেলা কথা বলেন সাফা। তিনি বলেন, “মানুষ যখন আমার কাজ দেখে ভালোবাসা দেয়, সম্মান দেয়—তখন মনে হয় আরও ভালো কিছু করতে হবে। আমি এমন কাজ করতে চাই, যা মানুষের মনে দীর্ঘদিন জায়গা করে নিতে পারে। সাক্ষাৎকারে সাফা জানান, তার অভিনয়ের শুরুটা ছিল অনেকটাই হঠাৎ। “যেখান থেকে আমার যাত্রাটা শুরু হয়েছিল, সেটা আমার কাছে ছিল ম্যাজিক্যাল একটা প্রডাকশন। তখন কখনো ভাবিনি আমি অভিনেত্রী হব। কিন্তু ধীরে ধীরে এই পথটাই আমার নিজের হয়ে গেল,” বলেন তিনি।
আরও পড়ুন
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাফা বলেন, “আমি চাই পাঁচ বছর পর নিজেকে এমন এক জায়গায় দেখতে, যেখানে আমার ঝুলিতে থাকবে অনেক ভালো ভালো কাজ। এমন কাজ যা মানুষ মনে রাখবে, আলোচনা করবে। দেশের বাইরেও কাজ করার আগ্রহ আছে।
মন্তব্য করুন