ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত প্রায় ২ কোটি টাকার মালামাল

শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত প্রায় ২ কোটি টাকার মালামাল

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ  সোমবার (৩০ জুন) ভোররাতে মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোর-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘুমন্ত অবস্থায় বাজারের লোকজন আগুনের খবর পেয়ে ছুটে আসেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকানগুলোর মালিকরা কোনো মালামাল বের করতে পারেননি।

মুরাদ স্টোরের মালিক বিল্লাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, ভোরবেলা হঠাৎ বাজারের মানুষের ডাকাডাকিতে উঠে দৌঁড়ে এসে দেখি দোকান জ্বলছে। চোখের সামনে আমাদের সারা জীবনের সম্বল পুড়ে ছাই হয়ে গেল। আমরা নিঃস্ব হয়ে গেলাম।

খবর পেয়ে শ্রীবরদী ও জামালপুরের বকশীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

শ্রীবরদী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আশরাফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আশপাশে কোনো পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেশ বেগ পেতে হয়।

ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারি সহযোগিতার দাবি জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাজারে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এমন ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জান্নাতুল মাওয়ার ‘ইলিশ রানী’ হওয়ার গল্প

ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজের বাবা

কুমিল্লায় প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে ৪ জন নিহত 

গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষের ঘোষণা জাতিসংঘের

পাবনার ঈশ্বরদীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখার শুভ উদ্বোধন

আগামীকাল শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার