ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ট্রাক্টর আটক

কুড়িগ্রামের রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ট্রাক্টর আটক। ছবি : দৈনিক করতোয়া

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ জুন) বিকেলে ইউনিয়নের আমবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার ও রৌমারী থানা পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু মহল আমবাড়ি এলাকায় হলহলিয়া নদীর পাশে ফসলি জমির উর্বর মাটি ভেকুর মাধ্যমে কেটে বিক্রি করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়া ছাড়াও কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে মূল অভিযুক্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটা বন্ধ করা হয়েছে। এসময় জব্দ করা ট্রাক্টরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে। এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনর্চাজ লুৎফর রহমান বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান