ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ, ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা সদরের মহিলা কলেজ সড়কটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানা খন্দকে ভরা পাকা সড়কটি পানিতে ডুবে থাকছে। এতে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে উপজেলা পরিষদের মোড় থেকে মহিলা কলেজ হয়ে তিশিগাড়ি সড়কটি উল্লেখযোগ্য। বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ি থেকে পূর্ব দিকে বয়ে যাওয়া শাখা সড়কটি মহিলা কলেজ সড়ক নামে পরিচিত।

এই সড়কের দু’ধারে উপজেলা প্রশাসন, মহিলা কলেজ, শাপলা উচ্চ বিদ্যালয়, কিন্ডার গার্ডেন স্কুল, মডেল মসজিদ, রাজনৈতিক দলের কার্যালয়, চাল কল মালিক সমিতির কমিউনিটি সেন্টারসহ বহু আবাসিক ভবন রয়েছে।

এই সড়ক দিয়ে উপজেলার সর্বস্তরের মানুষ তাদের প্রয়োজনের তাগিদে চলাচল করেন। এছাড়াও উল্লেখিত স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের চলাচলের একমাত্র সড়ক এটি। এই সড়কের কার্পেটিং এর পাথরগুলো উঠে খানা খন্দকের সৃষ্টি হয়েছে।

সড়কটির একধারে পানি নিষ্কাশনের ড্রেন থাকলেও অপর পাশে নেই। এই বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই সড়কটি পানিতে ডুবে থাকছে। এতে অফিসগামী মানুষসহ স্কুল কলেজের  ছাত্র-ছাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে শাপলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর ইসলাম সরদার জানান, ইতিপূর্বে দুপচাঁচিয়া পৌরসভার মেয়রের কাছে প্রায় ১ কিলোমিটার এই সড়কটি দ্রুত সংস্কারসহ পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য আবেদন করেছিলেন। এর মাঝে দীর্ঘ সময় পার হলে সড়কটি সংস্কারসহ অপর পাশে ড্রেন নির্মাণ করা হয় নাই।

এ ব্যাপারে আজ মঙ্গলবার (২৪ জুন) পৌর সভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান জানান, উপজেলা পরিষদের সামনে থেকে মহিলা কলেজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারসহ পানি নিষ্কাশনের জন্য বৃহত্তর পাবনা-বগুড়া প্রকল্পের অন্তভুক্ত করা হয়েছে।

সড়কটির স্কিম তৈরি করে তা বৃহত্তর পাবনা-বগুড়া প্রকল্প কর্তপক্ষের কাছে প্রেরণ করেছেন। প্রকল্পের সংলিষ্ট কর্তৃপক্ষ এর মাঝেই  প্রকল্পটি সরজমিনে পরিদর্শনও করেছেন। প্রকল্পের অনুমোদনসহ অর্থ বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নিবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তীদের মাঝে দাঁড়িয়ে আবেগাপ্লুত প্রিয়াঙ্কা জামান

বগুড়ায় রোগীদের খোঁজ নিতে হাসপাতালে সাবেক এমপি লালু

বুয়েটের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া কনস্টেবল প্রত্যাহার

বগুড়ার ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়-মাদরাসায় বাংলাদেশিদের বৃত্তি দেওয়ার আহ্বান

গাইবান্ধার সাঘাটায় বাসর ঘরে ধর্ষণের শিকার নববধূ, কারাগারে স্বামী