ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস কর্মী নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস কর্মী নিহত। প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে রিকশাভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলি আক্তার (২৪) নামের গার্মেন্টস কর্মী এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর শহরের অদূরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মোড়ে সরকার ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

দশমাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুুর ঢেলাপীরস্থ উত্তরা আবাসনের বাসিন্দা মো. চান বাদশার স্ত্রী মিলি আক্তার (২৪)। তিনি সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে দেবীগঞ্জ এলাকায় অবস্থিত একটি গার্মেন্টসের একজন কর্মী। 

তিনি ঘটনার দিন আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বেতন ভাতা তুলে রিকশাভ্যানযোগে কর্মস্থল থেকে ঢেলাপীর উত্তরা আবাসনে বাসায় ফিরছিলেন। এসময় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের উল্লেখিত স্থানে সৈয়দপুর থেকে দিনাজপুর অভিমুখী বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮০৪৫) গার্মেন্টস কর্মী মিলি আক্তারকে বহনকারী রিকশাভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে গার্মেন্টস কর্মী মিলি আক্তার রিকশাভ্যান থেকে মহাসড়কের ওপর ছিঁটকে পড়লে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক চালক কৌশলে সটকে পড়ে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী এক নারীর নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২