ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

জাতীয় দলে সুযোগ না পেয়ে যা বললেন সোহান

জাতীয় দলে সুযোগ না পেয়ে যা বললেন সোহান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পাবেন নুরুল হাসান সোহান। এমন ধারণা ছিল দেশের ভক্ত-সমর্থকদের মনে। তবে গতকাল সোমবার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার সোহানের৷ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য দিয়েছেন ব্যাখ্যা। লিপু বলেন, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।’

পরে চট্টগ্রামে ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’ গতকাল অনুশীলন ম্যাচে ৯৭ রান করেন সোহান। পরে আক্ষেপের সুরে জাতীয় দল নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পার্টির ভেতর দিয়ে আ.লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে : আসিফ মাহমুদ

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

কালীগঞ্জে রেলক্রসিংয়ে অটোরিকশাকে আধা কিলোমিটার টেনে নিয়ে গেলো ট্রেন

চবি ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনার বিচারের নামে ‘চিরকুট'