ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে বেগুনসহ সব ধরনের সবজির দাম বৃদ্ধি

সিরাজগঞ্জে বেগুনসহ সব ধরনের সবজির দাম বৃদ্ধি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিভিন্ন ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারগুলোতে নিজেদের চাহিদা মেটাতে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা।

সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজিসহ চাউলের দামও কেজিতে ২/৩ টাকা বেড়েছে। এদিকে কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন ৭৫/৮০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পেয়াজ ৫৫ টাকা, কাঁচা পেপে ৩০/৪০ টাকা, টমেটো ১শ’ টাকা, পটল ৩০/৪০ টাকা, লাউ ৫০ টাকা পিস, আদা ৮০/১০০ টাকা, করলা ৮০ টাকা কেজি, ফুলকপি ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১শ’ টাকা, সোনালী মুরগি ২১০ টাকা থেকে বেড়ে ২৭০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

শহরের পৌর কাঁচা বাজার, কাঠেরপুল বাজার, স্টেশন বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারেই সবজির মূল্য দিন দিন বেড়েই চলেছে। বাজারে আসা সাইফুল ও আসলাম নামে দুই ক্রেতা জানান, গত কয়েকদিনে কাঁচা বাজারের প্রতিটি জিনিসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

শহরের মাছিমপুর বউ বাজারের বিক্রেতা মোহসিন বলেন, তারা বিভিন্ন হাট ও আড়ৎ থেকে সবজি ক্রয় করে বিক্রি করেন। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি হওয়ায় তারা সেভাবেই বিক্রি করছেন। এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুস সামাদ জানায়, কয়েকদিনের টানা বৃষ্টি এবং যমুনার পানি বৃদ্ধির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়াও পরিবহনে অসুবিধাজনিত কারণে মালামাল সংগ্রহ করা দুরূহ হয়ে পড়েছে তাই দাম বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা