ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

চট্টগ্রামে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’

 

এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।

আরও পড়ুন

এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি পাকপ্রধানমন্ত্রীর

তফসিল ঘোষণার আগেই আমি সরকার থেকে সরে যাবো : উপদেষ্টা আসিফ 

নাটোরে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

অনাহারে শিশুসহ গাজায় আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা

রাতের আঁধারে নাটোরের বাগাতিপাড়ায় দোকানে চুরি!

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন