ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

গল টেস্টে ১৮৭ রানের লিডে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

গল টেস্টে ১৮৭ রানের লিডে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  গল টেস্টে জিততে হলে শেষ দিনে শ্রীলঙ্কাকে অলআউট করতে হবে বাংলাদেশকে। প্রথম ইনিংসে ১০ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ১৭৭ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এখন দুই ইনিংস মিলিয়ে লঙ্কানদের চেয়ে ১৮৭ রানে এগিয়ে সফরকারীরা। ক্রিজে অপরাজিত আছেন শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে।

প্রথম ইনিংসে দুর্দান্ত ১৪৮ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসেও প্রমাণ করেছেন নিজের ধারাবাহিকতা। থারিন্দু রত্নায়েকের বলে চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি। তার সঙ্গে জুটি বেঁধে ধীরে ধীরে স্কোরবোর্ডে পুঁজি জমিয়ে তুলছেন মুশফিক। এ দুজনের অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি এখন বাংলাদেশের বড় আশা।

এর আগে দিনের শুরুতেই লিড বাড়ানোর লড়াইয়ে নামে বাংলাদেশ। ওপেনার এনামুল হক আবারও হতাশ করেন। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর এবার ফিরেছেন মাত্র ৪ রানে। তবে সাদমান ইসলামের ব্যাটে ভর করে ধীরে ধীরে চাকা ঘোরাতে থাকে রানরেটের।

মুমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়ার পথে সাদমান তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। ১২৬ বলে ৭৬ রানের ইনিংসটি ছিল সময়োপযোগী ও ধীরস্থির। তবে মিলান রত্নায়েকের বলে এলবিডব্লু হয়ে তার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে দল।

সেখান থেকে দলকে সামাল দেন নাজমুল ও মুশফিক। শ্রীলঙ্কার স্পিন-নিয়ন্ত্রিত আক্রমণ সামলে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে সম্ভাব্য জয়ের পথে।

শেষ দিনে ব্যাট করে বেশি রানের লক্ষ্য দাঁড় করাতে পারলে ম্যাচে জমাট লড়াই হবে। টাইগারদের জয় পেতে স্পিনারদের কাঁধেই থাকবে মূল দায়িত্ব।

আরও পড়ুন

বাংলাদেশের বোলারদের চোখ থাকবে দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেওয়া নাঈম হাসানের দিকে, যার সঙ্গে থাকবেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলামরা।


স্কোরকার্ড (৪র্থ দিন শেষে):

বাংলাদেশ: ৪৯৫ ও ১৭৭/৩ (নাজমুল ৫৬*, মুশফিক ২২*, সাদমান ৭৬; রত্নায়েকে ১/১৩)

শ্রীলঙ্কা: ৪৮৫ (নিশাঙ্কা ১৮৭, কামিন্ডু ৮৭; নাঈম ৫/১২১)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না : সালাহউদ্দিন

চলে গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ ভেঙে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট