ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের মামলা দিয়েছেন মা  

ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের মামলা দিয়েছেন মা  

নিউজ ডেস্ক:   ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন শতবর্ষী এক মা। 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১০ বছর বয়সের আমিরুল নেছা বাদী হয়েছে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। 

আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন। মায়ের বিরুদ্ধে ছেলের এমন আচরণ মানতে পারছেন না স্থানীরা। তারা দোষী ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মাকে কিছু অর্থের জন্য মারধর করেছেন ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের বাসিন্দা ও এলজিইডির গাড়ি চালক ইউনুস মোল্লা। বাধ্য হয়ে শতবর্ষী ওই মা তার ছেলের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, বৃদ্ধ মা আমিরুল নেছা তিন বছর আগে জমি বিক্রি করে তিন লাখ টাকা তার ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখেন। গত ১২ জুন চিকিৎসার জন্য এই টাকা চাইতে গেলে ছেলে মায়ের ওপরে ক্ষিপ্ত হন। এক পর্যায়ে মাকে লাথি মারেন ছেলে ইউনুস মোল্লা। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতলে চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার (১৯ জুন) দুপরে আদালতে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

আদালতে বারান্দায় বসে মা আমিরুল নেছা বলেন, ‘‘জমি বিক্রি করে তিন লাখ টাকা আমি আমার ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখি। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমি ওই টাকা চাই। সে টাকা না দিয়ে আমাকে লাথি মারে। এতে আমি আমার ডান পায়ে ব্যথা পাই। কিন্তু এর পরও আমার ছেলে আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। তাই বাধ্য হয়ে আজ আমি আদালতে মামলা করেছি।’’ 

অভিযুক্ত ইউনুস মোল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি আমার মাকে মারধর করিনি। যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, তাকে মারব কেন? আমার অন্য ভাইরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’’

মামলার বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ সোলায়মান বলেন, ‘‘এটা দুঃখজনক যে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা করতে হয়েছে। তবে বিজ্ঞ আদালত বৃদ্ধা আমিরুল নেছার অভিযোগ আমলে নিয়ে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা আশা করছি, তিনি ন্যায়বিচার পাবেন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির মতো ফিগার বানানোর জন্য স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ

চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঝড়ো হাওয়ার পূর্বাভাস

রোহিঙ্গাদের সহায়তায় অনুদান কমে যাওয়ায় ড. ইউনূসের উদ্বেগ

জাপানে চালের দাম বেড়েছে ৯১ শতাংশ

জলবায়ু পরিবর্তনের জেরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বলছে গবেষণা