ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠন করা হচ্ছে।’

তিনি জানান, বিটিভি-বেতার ছাড়াও দেশের সম্প্রচার নীতিমালা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশিষ্ট গবেষক সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এই কমিটি অতীতে আদর্শগত উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাবিত টেলিভিশন চ্যানেলগুলোর লাইসেন্স অনুমোদনের বিষয়টি তদন্ত করবে। পাশাপাশি ভবিষ্যতে নতুন সম্প্রচার লাইসেন্স প্রদানের জন্য একটি সুসংহত নীতিমালা প্রণয়নের কাজ করবে।

আরও পড়ুন

শফিকুল আলম আরও জানান, ৫ আগস্টের আগে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণার লক্ষ্যে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এই কমিটিতে যুক্ত থাকবেন আরও কয়েকজন উপদেষ্টা, যারা অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রোক্লেমেশন খসড়া প্রস্তুত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!

বগুড়ায় ডাবলু-আমিনুল সহ তিনজন শোন এ্যারেস্ট 

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা 

প্রিয়াংকার রহস্যঘেরা পোস্ট