ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে তিন নারীসহ শ্রমিক লীগ নেতা আটক

সিরাজগঞ্জের তাড়াশে তিন নারীসহ শ্রমিক লীগ নেতা আটক। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে তিন নারীসহ এক শ্রমিক লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। অপরদিকে অভিযুক্তরা বলছে, তারা নৃত্যশিল্পী। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার  বিকেলে উপজেলার মান্নাননগর বাজারে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) রুপুকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বর্তমানে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর অভিযোগ পেয়ে থানা পুলিশ মান্নাননগরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

এ সময় সিরাজগঞ্জের সলঙ্গা থানার শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা (৫০), নাটোরের লালপুর উপজেলার জদ্দবগী গ্রামের সম্পা আক্তার (২৩), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লতুবদি গ্রামের সোনিয়া (২৩) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মীমকে (১৯) আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মেয়ে এনে অনৈতিক কর্মকান্ড করছিলেন।

আরও পড়ুন

এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে। অপরদিকে অভিযুক্ত সম্পা আক্তার উপস্থিত সাংবাদিকদের জানায়, তারা নৃত্যশিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নাচগান পরিবেশন করে থাকে। মিথ্যা অভিযোগে পুলিশ তাদের তুলে এনে সম্মানহানি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ