ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ঢাবিতে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কড়া পদক্ষেপ

উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগ ও আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
 
মঙ্গলবার (১৭ জুন) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
 
সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, সিটি এসবি’র ডিআইজি মীর আশরাফ আলী, ডিজিএফআই প্রতিনিধি কর্নেল আব্দুল্লাহ, রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম, শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর, এনএসআই এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রতিনিধিরা।
 
গৃহীত মূল নিরাপত্তা পদক্ষেপসমূহ:
 
বিশ্ববিদ্যালয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স মোতায়েন: জরুরি পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
 
নিরাপত্তা তল্লাশি জোরদার: বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রধান গেটে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হবে। এ কার্যক্রমে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আনসার ও সশস্ত্র পুলিশ সদস্যরাও অংশ নেবেন।
 
ভবঘুরে উচ্ছেদ অভিযান: ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ভবঘুরে ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবে পুলিশ ও প্রক্টরিয়াল টিম। পুনর্বাসনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
সেনা টহল বৃদ্ধির উদ্যোগ: ক্যাম্পাসের চারপাশে নিরাপত্তা আরও দৃঢ় করতে সেনাবাহিনীর টহল বাড়ানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
 
ছাত্র সংগঠনের সঙ্গে ধারাবাহিক সভা: ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা ও সমন্বয় নিশ্চিত করা হবে।
 
সিসিটিভি ও আলোকসজ্জা উন্নয়ন: ক্যাম্পাসজুড়ে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, অচল ক্যামেরা সংস্কার এবং রাতের আলোকসজ্জা বাড়ানো হয়েছে।
 
সোহরাওয়ার্দী উদ্যানে নজরদারি: ক্যাম্পাস লাগোয়া সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের উপস্থিতি ও টহল বাড়ানো হয়েছে।
 
বিচার কার্যক্রমে গতি: সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়কে এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত ত্বরান্বিত করতে পিবিআইকে পৃথকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
 
ককটেল উদ্ধারের তদন্ত: সম্প্রতি ক্যাম্পাস থেকে ককটেল সদৃশ বস্তুর উদ্ধার নিয়ে নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে এনএসআই ও ডিজিএফআই’র মাঠ পর্যায়ের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার