ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

এনটিআরসিএ ভবনের সামনে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের অবস্থান

এনটিআরসিএ ভবনের সামনে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের অবস্থান, ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক: অষ্টাদশ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা। রোববার (১৫ জুন) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান নেয় তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ফেল করেছেন। এ সময় এনটিআরসিএতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে বলেও অভিযোগ করেন।

তারা আরও বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এ সময় ফলাফলকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ৪ জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ৮১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে ৬০ হাজার ৫২১ জন পাস করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

৮ জুলাই সোমবার ‘বাংলা ব্লকেড’ এর দ্বিতীয় দিন

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি

টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ