ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নিখোঁজের পরের দিন মাছের খামার থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরের দিন মাছের খামার থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   শেরপুরের শ্রীবরদী উপজেলার বটতলা মৃদাবাড়ি গ্রামের একটি মাছের খামার থেকে নিখোঁজের ২০ ঘণ্টা পর স্বপ্না খাতুন (৬) ও সকাল আক্তার (৭) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে  শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্বপ্না খাতুন ইজিবাইকচালক স্বপন মিয়ার মেয়ে ও সকাল আক্তার রাজমিস্ত্রি মো. সেলিম মিয়ার মেয়ে। তাদের দুজনের বাড়ি একই গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে নিখোঁজ ছিল তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে তারা পাশের এলাকায় মাইকিং করেন। পাশাপাশি ফেসবুকে ছবি পোস্ট করেন। কোনো খোঁজ মেলেনি। বুধবার সকালে মাছের প্রজেক্টে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই এবং বিষয়টি থানায় জানাই। ঘটনাটি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুম্বাইয়ে আইফোন ১৭ বিক্রির শুরুর দিনে অ্যাপল স্টোরে মারামারি

বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেফতার

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিনসহ হিন্দু মহাজোটের ৪ দাবি

অনিয়ম গুরুতর হলে হাইকোর্টে রিট করা হবে: ক্যাব সভাপতি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনা করছে ভারত