ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত ঈদের নাটক ‘সম্মান’

শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত ঈদের নাটক ‘সম্মান’

বিনোদন ডেস্কঃ সাধারণত ঈদের আনন্দে কমেডি নাটকের প্রাধান্য দেখা যায়। এসব কমেডি নাটকের মাঝেও প্রায়ই দর্শকের হৃদয়ে দাগ কাটে পারিবারিক বা সম্পর্কের গল্প নিয়ে তৈরি নাটক। তেমনই এক সম্পর্কের গল্প নিয়ে ১৩ জুন প্রকাশিত হলো নাটক ‘সম্মান’। একজন নীতিমান শিক্ষক ও তার প্রতি একজন আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শনের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।

 

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সম্মান নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। তাঁর ছাত্রের ভূমিকায় ফারহান আহমেদ জোভান। জোভানের বিপরীতে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। মূলত এই তিনটি চরিত্র নিয়েই এগিয়েছে নাটকের গল্প। এরই মধ্যে নাটকটি ১ মিলিয়নের বেশি ভিউজ হয়েছে।

নাটকটির মন্তব্যের ঘরে রাফি আহমেদ নামে এক দর্শক লিখেছেন, ‘সম্মান নাটকটি এক কথায় বাস্তব জীবনে আমাদের শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা, সম্মান ও তাঁদের গুরুদক্ষিণা দেওয়ার পরিপূর্ণ দৃষ্টান্ত প্রকাশ করে।’

 

আরও পড়ুন

কৌস্তব সান্ত্রা নামে ভারতীয় এক দর্শক লিখেছেন, ‘কাঁটাতারের ওপার থেকে সম্মান নাটকটি দেখলাম। বাস্তব জীবনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা তো এখন আর দেখাই যায় না খুব একটা। আমি সাত বছর ধরে বাংলাদেশের নাটকগুলো দেখি নিয়মিত। এক কথায় অসাধারণ।’

নির্মাতা তপু খান বলেন, ‘গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটা কাজ করার পরিকল্পনা ছিল আমাদের। জানি এ ধরনের কাজগুলো ভিউ কম পায়। তবে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা নাটকটি তৈরি করেছি। সে জায়গা থেকে আমরা সফল। শিক্ষকের প্রতি ছাত্রের কতটা শ্রদ্ধাশীল হওয়া উচিত, একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত সেই গল্প নিয়েই তৈরি হয়েছে সম্মান। যাঁরা নাটকটি দেখেছেন প্রশংসা করছেন। এটাই আমাদের বড় প্রাপ্তি। বিশেষ করে তারিক আনাম স্যার, জোভান ও কেয়া পায়েলের অভিনয় সবাইকে মুগ্ধ করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২