ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

ট্রেন্ডিংয়ে মালাইকার ‘ক্ষতিপূরণ’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী।

বিনোদন ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে নাটক ‘ক্ষতিপূরণ’। নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এটি তার দ্বিতীয় নাটক। গত ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। বর্তমানে এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নাম্বারে স্থান করে নিয়েছে। 

 

এতে মা-বাবার প্রতি সন্তানের যত্নশীল হওয়ার ও মানুষের উপকারে সাধ্যমতো এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে। ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই নাটকটি দেশ-বিদেশের অসংখ্য দর্শকের জীবন-দর্শন বদলে দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

অনেকের মতে, মানুষের উপকারে এগিয়ে আসতে ও গ্রামের বাড়িতে মা-বাবার কাছে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে ‘ক্ষতিপূরণ’। নাটকটি যেমন দর্শকদের কাঁদিয়েছে, আবার করেছে আবেগপ্রবণ। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা ও শিল্পীরা।

আরও পড়ুন

‘ক্ষতিপূরণ’ রচনা করেছেন সিদ্দিক আহমেদ। এর গল্প এক সহৃদয় তরুণকে ঘিরে। কেউ জানে তার নাম ত্রিস্তান, কেউবা ডাকে কাফকা কিংবা তলস্তয়, কেউ আবার বলে হুমায়ূন আহমেদ! আসলে সে কে? তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। কিন্তু লোকটাকে দরদি মনে হলেও সামনে আসে এক নিষ্ঠুর অতীত। এখানে সাংবাদিক শিরিন চরিত্রে অভিনয় করেন মালাইকা। আর সেই কৌতুহলী ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল, শম্পা নিজাম, নওশীন দিশা, মনীষা শিকদার, টুম্পা মাহবুব ও তাজিনাতুন নাহার নওরিন। নাটকটির আবহ সংগীত তৈরি করেছেন আরফিন রুমি। 

এছাড়া নতুন একটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সঙ্গে এটি গেয়েছেন স্বর্ণা। ‘লিখেছি তোমার নাম’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে পাটের বাম্পার ফলন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজলী জাতের মরিচ চাষে সাড়া ফেলেছেন মোস্তফা

সিরাজগঞ্জে টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জের প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

শিক্ষার্থীদের উদ্যোগে আবর্জনামুক্ত বেড়ার একমাত্র বিনোদনকেন্দ্র