ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৪৫

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৪৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করা  হয়েছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে ডিজাইনটেক্স নিটওয়ার কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় ডিজাইনটেক্স নিটওয়ার কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছেন। গত ৪ জুন কারখানা কর্তৃপক্ষ ১০ জন শ্রমিককে ছাঁটাই করে। শনিবার সকালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় শিল্প পুলিশ ও সেনা সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা তাদের কথা শোনেননি। এক পর্যায়ে পুলিশ ও সেনা সদস্যরা তালা ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেন। পরে শ্রমিকরা সেনা সদস্য ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

আরও পড়ুন

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানায় তালা লাগিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ও সেনা সদস্যরা তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার