ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৪৫

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৪৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করা  হয়েছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে ডিজাইনটেক্স নিটওয়ার কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় ডিজাইনটেক্স নিটওয়ার কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছেন। গত ৪ জুন কারখানা কর্তৃপক্ষ ১০ জন শ্রমিককে ছাঁটাই করে। শনিবার সকালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় শিল্প পুলিশ ও সেনা সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা তাদের কথা শোনেননি। এক পর্যায়ে পুলিশ ও সেনা সদস্যরা তালা ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেন। পরে শ্রমিকরা সেনা সদস্য ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

আরও পড়ুন

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানায় তালা লাগিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ও সেনা সদস্যরা তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯