ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শত সতর্কতায়ও রক্ষা পেল না শাকিবের ‘তাণ্ডব’ 

শত সতর্কতায়ও রক্ষা পেল না শাকিবের ‘তাণ্ডব’’, ছবি: সংগৃহীত।

শাকিব খান মানেই যেন প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। এবারের ঈদেও ব্যতিক্রম নয় চিত্রটা। তার ঈদের ছবি ‘তাণ্ডব’ হলে ঝড় তুলেছে। তারকাসমৃদ্ধ কাস্টিং, গ্ল্যামার ও গল্প মিলিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই দেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শোগুলো হচ্ছে হাউসফুল।

তবে এই সাফল্যের মাঝেই দেখা দিয়েছে উদ্বেগ। জানা গেছে, পাইরেসির শিকার হয়েছে ‘তাণ্ডব’।প্রথমে সিনেমার ছোট ছোট ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই ধারণা করা হচ্ছিল, হয়তো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। অবশেষে সেটাই হলো সত্যি। সম্পূর্ণ সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এটি সিনেমার ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত এই পাইরেসির বিষয়ে প্রযোজক বা সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন। ৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ যদি হলে বসে ভিডিও করে তা ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্লিপ ছড়ালে সংশ্লিষ্ট আইডি বা পেজ ব্লক করে দেওয়া হবে। আমাদের প্রফেশনাল টিম এসব নজরদারি করছে।’তিনি আরও বলেন, ‘আমরা যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দিয়েছি সেগুলো মনিটর করছি। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও দায় নিতে হবে।’

আরও পড়ুন

তবে আশঙ্কার জায়গা হচ্ছে, ‘তাণ্ডব’-এর আগেও শাকিব খানের আরেকটি ঈদের ছবি ‘বরবাদ’-ও একইভাবে পাইরেসির শিকার হয়। সেই ঘটনায় চার কোটি টাকার ক্ষতির দাবি করেছিলেন প্রযোজক শাহরিন আক্তার।

পাইরেসির এই ঘটনার ফলে শাকিব খানও হতাশা প্রকাশ করেন। তার ভাষ্য, ‘এই ধরনের ঘটনা সিনেমার প্রতি দর্শকের আগ্রহ ও নির্মাতাদের সাহস কমিয়ে দেয়। প্রযোজককে হতাশ করে।’‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ এক ঝাঁক জনপ্রিয় মুখ। ছবিটির প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহপ্রযোজনায় চরকি, সহযোগিতায় দীপ্ত টিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ 

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস