ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ৪

নাটোরের বাগাতিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ৪

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় মব সৃষ্টি করে নাশকতার অভিযোগে ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় এবং পরে বাগাতিপাড়া থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার বাজিতপুর এলাকার অনিক হাসান (২৫), আরিফুল ইসলাম (২৩), রহিমানপুর এলাকার রাফি ঊদ্দিন (২০) এবং মিজানুর রহমান (৪৫)। জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও রহিমাপুর গ্রামের মধ্যে অগ্নিসংযোগ, লুটপাট, সংঘর্ষের তথ্য পায় সেনাবাহিনী। সেই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আজ (বুধবার ১১ জুন) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়