ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

নেত্রকোনায় ইভটিজিংয়ের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনায় ইভটিজিংয়ের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দনাচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির পাশের পুকুরে গোসল সেরে বাড়ি ফেরার সময় কয়েক যুবক নারীদের লক্ষ্য করে অশ্লীল গান গেয়ে উত্ত্যক্ত করেন। পরিবারের অভিভাবকেরা এতে আপত্তি জানালে ওই যুবকেরা উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ওই ঘটনার খবর পেয়ে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আরও কিছু যুবক সাইদুর রহমানের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালান। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

আরও পড়ুন

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান